ছুটি কাটাতে গিয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী

গুরুতর অসুস্থ ওপার বাংলার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী এবং বিগ বস-১২ খ্যাত সৃষ্টি রোডে। সম্প্রতি বিদেশে ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। আর ছুটিতে গিয়েই গুরুতর অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। সেখান থেকে নিজেকে দেশে ফিরিয়ে নেয়ার সময় পাননি অভিনেত্রী। তাকে আমস্টারডামের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ইন্ডিয়া টুডে থেকে জানা যায়, অভিনেত্রী তার অসুস্থতার কথা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে তিনি জানান,অসুস্থতা এমন পর্যায়ে ছিল যে তিনি নিশ্চিত ছিলেন না ভারতে ফিরতে পারবেন কিনা। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন
জানান সৃষ্টি।

কিছুদিন আগেই সৃষ্টি ঘুরতে যাওয়ার ছবি শেয়ার করছিলেন তার সোশ্যাল মিডিয়ায়। আচমকাই তার অসুস্থতার বেশ কিছু ছবি ভক্তদের বেশ ভাবাচ্ছে। ছবিগুলোতে দেখা যায়, হাসপাতালে অভিনেত্রী। মুখে লাগানো নল।

পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, আমি আপনাদের সবার সঙ্গে কিছু শেয়ার করতে চাই। যখন আমি আমার ইউরোপ ভ্রমণের আনন্দের মুহূর্তগুলো পোস্ট করছি, তখন গল্পের আরেক অংশও আছে যা আমি শেয়ার করিনি। আমস্টারডামে থাকাকালীন আমি নিউমোনিয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলাম এবং আমার অক্সিজেনের মাত্রা হঠাৎ করে কমে গিয়েছিল। দ্রুত হাসপাতালে নেয়া হয় আমাকে। এত কঠিন সময় পার করেছি, সঙ্গে ভয় পেয়েছি যে, আমি হয়তো আর বাড়ি ফিরতে পারব না।

Leave a Comment